নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৪:৪৮। ২ জুলাই, ২০২৫।

দুই দফা দাবিতে টানা অবস্থানে তথ্য আপারা

জুন ১১, ২০২৫ ৪:৫৫
Link Copied!

অনলাইন ডেস্ক : দুই দফা দাবিতে টানা ১৫ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে আছেন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা। বুধবার (১১ জুন) ১৫তম দিন হিসেবে সকাল সাড়ে ৯টা থেকে তারা এই কর্মসূচি শুরু করেন।

এ দিন দেখা গেছে, আন্দোলনকারীরা প্রেস ক্লাব চত্বরে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে তাদের প্রতি বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে।

আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে তথ্য মন্ত্রণালয়ের বর্ণাঢ্য কর্মসূচি

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ‘তথ্য আপা (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পে কর্মরতরা দুটি প্রধান দাবি উত্থাপন করেছেন। একটি হচ্ছে তাদের সমগ্রেডে পদ সৃষ্টি করে রাজস্ব খাতে স্থানান্তর এবং দীর্ঘদিন ধরে কেটে নেওয়া বেতনভাতা অবিলম্বে পরিশোধ করা।

গত ২৮ মে থেকে আন্দোলন শুরু হয়। এমনকি ঈদের দিন (৭ জুন) ও ঈদের পরদিনও (৮ জুন) তারা জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যান। এর আগে ১ জুন সরকারি বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গিয়ে অবস্থান নেন তারা। যদিও সেদিন সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস মেলেনি; বরং বিকেলে পুলিশ তাদের জোর করে সরিয়ে দেয়।

আরও পড়ুনঃ  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

আন্দোলনকারীরা জানান, ২০১৮ সালের নভেম্বরে পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে তারা এ প্রকল্পে যোগ দেন। বর্তমানে দেশের ৪৯২টি উপজেলায় মাঠপর্যায়ে কর্মরত আছেন ১ হাজার ৯৬৮ জন। এদের মধ্যে রয়েছেন তথ্যসেবা কর্মকর্তা (দশম গ্রেড), তথ্যসেবা সহকারী (১৬তম গ্রেড) ও অফিস সহায়ক (২০তম গ্রেড) পদে নিযুক্ত কর্মীরা।

আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে কাপড়-পাট-সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের

তৃণমূল নারীদের জন্য স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, আইন, জেন্ডার, ব্যবসা, পরিবার পরিকল্পনা ও সাইবার সিকিউরিটি—এই ৮টি গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য ও সহায়তা দিয়ে যাচ্ছেন ‘তথ্য আপারা’। সরকারিভাবে মূল্যায়ন ও স্বীকৃতি না মেলায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।