নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৩:৩১। ১৪ মে, ২০২৫।

দুই দিনের সফরে রাজশাহী আসছেন শিল্পমন্ত্রী

নভেম্বর ২৪, ২০২২ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন দুই দিনের সরকারি সফরে রাজশাহী বিভাগে আসছেন। শুক্রবার সকাল ৯টায় সড়কপথে তিনি সিরাজগঞ্জ পৌঁছাবেন। মন্ত্রী সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক প্রকল্প পরিদর্শন করে সকাল ৯টায় নাটোর নর্থ বেঙ্গল সুগারমিলের উদ্দেশ্যে রওনা হবেন।

আরও পড়ুনঃ  নগরীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এরপর তিনি দুপুর ১২টায় নাটোর নর্থ বেঙ্গল সুগার মিলে উপস্থিত থাকবেন এবং দুপুর আড়াইটায় আখ মাড়াই উদ্বোধন করবেন। এরপর স্থানীয় কর্মকর্তা ও চাষিদের সাথে মতবিনিময় করবেন। বিকাল ৪টায় নাটোর সুগারমিল পরিদর্শন শেষে তিনি রাজশাহী আসবেন।

আরও পড়ুনঃ  নগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ গ্রেপ্তার ১৬

পরে সন্ধ্যা ৬টায় রাজশাহী সুগারমিল পরিদর্শন করবেন এবং আখচাষিদের সাথে মতবিনিময় করবেন। পরদিন শনিবার সকাল ১০টায় রাজশাহী সার্কিট হাউসে স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় করবেন। এরপর দুপুর ২টায় রাজশাহী বিসিক শিল্প নগরী পরিদর্শন করবেন। এদিন বিকাল সাড়ে ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। সরকারি এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।