নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। দুপুর ২:৫১। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

দুর্গাপুরে মুক্তিযোদ্ধা সংসদ আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১১:২৯
Link Copied!

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে মুক্তিযোদ্ধা সংসদ আহ্বায়ক কমিটির উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক নজরুল ইসলাম (খোকা)। তিনি বলেন, “মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এবং মুক্তিযুদ্ধের চেতনা আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

আরও পড়ুনঃ  ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আনিসুর রহমান। তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের কল্যাণে ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।”

আরও পড়ুনঃ  অবৈধ সম্পদ সংরক্ষণকারী দেশকে পাচারকৃত অর্থ ফিরিয়ে দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মাসুদ হোসেন ও সদস্য আমজাদ হোসেন। সভা সঞ্চালনা করেন উপজেলা কমিটির সদস্য সচিব নাজিম উদ্দীন। এ সময় যুগ্ম আহ্বায়ক মোকছেদ আলীসহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।