নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। বিকাল ৪:৪৫। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

দুর্গাপূজায় সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৮ দিন

সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৯:০৫
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আট দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর।

তবে এ সময় সোনামসজিদ ইমিগ্রেশন পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনই চালু থাকবে।

আরও পড়ুনঃ  ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টকে পাঁচ বছরের কারাদণ্ড

সোনামসজিদ বন্দর পরিচালনাকারী পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মো. মাইনুল ইসলাম বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি ও ভারতের মহদিপুর রপ্তানিকারক সমিতির ছুটির কারণে সোনামসজিদ বন্দরে টানা আট দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি।

আরও পড়ুনঃ  শারদীয় দুর্গাপূজা টানা ৬ দিন বেনাপোল-পেট্রাপোলে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত বন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ৪ অক্টোবর থেকে এ বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার চালু হবে।

আরও পড়ুনঃ  ৭২ ঘন্টার আগে জাতীয় দলে খেলোয়াড় ছাড়বে না মোহামেডান

সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনের এস‌আই জামিরুল ইসলাম বলেন, দুর্গাপূজার জন্য স্থলবন্দর আট দিন বন্ধ থাকলেও পাসপোর্টধারী ভারত ও বাংলাদেশের যাত্রীদের যাতায়াত চালু থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।