স্টাফ রিপোর্টার : রাজশাহীর শহর রক্ষা বাঁধের ভাঙ্গন রোধে বিভিন্ন স্থানে টি-গ্রোয়েন তৈরি করা হচ্ছে। সেইসাথে টি-বাঁধকে দৃষ্টিনন্দন করতেও পদক্ষেপ নেয়া হয়েছে। বাঁধের দুপারে ভাঙ্গনের কবলে পড়া কিছু জায়গা ভরাট করে পার্ক তৈরি করা হবে। এতে বাধের স্থায়িত্ব বাড়বে, সেইসাথে মনোরম পরিবেশও সৃষ্টি হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। শনিবার (২৯ আগস্ট) পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে রাজশাহীর টি-বাঁধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
কবির বিন আনোয়ার বলেন, সারাদেশে আন্তঃদেশীয় বা সীমান্ত সংলগ্ন নদীর সংখ্যা ৫৭টি। এরমধ্যে সীমান্ত নদী প্রকল্পের আওতায় ২৪টি উপজেলায় সীমান্ত সংলগ্ন এলাকায় নদী ভাঙ্গন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। তবে রাজশাহীকে বিশেষ গুরুত্ব দিয়ে দেশের সব সীমান্ত সংলগ্ন নদীর ভাঙ্গন রোধে আগামী দুই/এক বছরের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সারাদেশে ১০ লাখ চারা রোপনের উদ্যোগ নেয়া হয়েছে। নদীরপাড় ও খালের পাশে ইকোসিস্টেম ঠিক রাখতে বিভিন্ন ধরনের গাছ লাগানো হচ্ছে। এ সময় তার সঙ্গে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল হক, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক মোখলেসুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর তিনি রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ ও সারদা ক্যাডেট কলেজ সংলগ্ন পদ্মপাড়ে বৃক্ষরোপন শেষে নাটোরের উদ্দেশ্যে রওণা দেন।