নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১০:৪০। ৪ সেপ্টেম্বর, ২০২৫।

দেশে চাঁদাবাজ–মাস্তান–দখলবাজদের জায়গা নেই: আমীর খসরু

সেপ্টেম্বর ৪, ২০২৪ ৬:২৯
Link Copied!

অনলাইন ডেস্ক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশে চাঁদাবাজ, মাস্তান, দখলবাজদের জায়গা নেই। তারেক রহমানের নির্দেশ, যারা এসব কাজে লিপ্ত থাকবে, সে যে–ই হোক না কেন তাকে বাধা দিতে হবে। তাদের বিএনপিতে কোনো জায়গা নেই। তাদের চিহ্নিত করে আইনের কাছে সোপর্দ করতে হবে।’

আজ বুধবার নোয়াখালীর সদর উপজেলার খলিফার হাট মাদ্রাসা মাঠে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের পর তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  কথা বলছেন নুর, খাচ্ছেন তরল খাবার: ঢামেক পরিচালক

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা চাই শান্তি। আমরা সকলকে নিয়ে এগিয়ে যাব। তারেক রহমান ৩১ দফার সংস্কারের যে প্রস্তাব দিয়েছেন, ওই প্রস্তাবের মধ্যে মৌলিক সমস্যার সমাধান আছে। এই সংস্কারে মধ্যে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে আছে, সবাই ঐকমত্য পোষণ করেছে।

‘নতুন বাংলাদেশে নতুন যে মনোজগতের সৃষ্টি হয়েছে। এই মনোজগৎ বুঝতে হবে। মানুষের প্রত্যাশা বুঝতে হবে। যুবসমাজের আকাঙ্ক্ষা বুঝতে হবে। আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে।’

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তিনি বলেন, ‘আজকে ত্রাণ দিতে আমরা এসেছি। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দেশের প্রত্যেকটি দুর্গত এলাকায় আমাদের নেতা–কর্মীরা ছুটে গেছেন। তাঁরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। আগামী দিনে পুনর্বাসনের ক্ষেত্রেও আমাদের চিন্তা আছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা আমাদের ক্ষুদ্র ক্ষমতায় চেষ্টা করে যাচ্ছি। কারণ, বিএনপির রাজনীতি হচ্ছে, দেশের জনগণের রাজনীতি। বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশের মানুষের রাজনীতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন, সকল ক্ষমতার উৎস জনগণ, তাই আপনারা কিন্তু দেশের মালিক। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে।’

আরও পড়ুনঃ  গাজীপুরে রাস্তা বন্ধ করে চলাচল করা সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।