অনলাইন ডেস্ক : দেশে করোনাভাইরাসে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। গত কয়েকদিনের তুলনায় পরীক্ষার সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৭ জনের মৃত্যু হয়। আগের দিন ৫৪ জনের মৃত্যু হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৯৬৫ জনে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৫৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৭৭২ জন। রোববার ১০ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এখন পর্যন্ত দেশে করোনা রোগীর সংখ্যা ২ লাখ ২৬ হাজার ২২৫। আইইডিসিআরের ‘অনুমিত’ হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৮০১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। তাতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ১ লাখ ২৫ হাজার ৬৮৩ জন। সোমবার কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৮১টি পরীক্ষাগারে সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৫৪৪টি নমুনা। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৫৯টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ২৪ হাজার ৮১৭টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৫৬ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ৫৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩১ শতাংশ।
নাসিমা সুলতানা জানান, ৩৭ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৩ জন এবং বাড়িতে মারা গেছেন চারজন। এদের মধ্যে পুরুষ ২৬ জন এবং নারী ১১ জন। এ পর্যন্ত পুরুষ মারা গেছেন ২৩৩২ জন, যা ৭৮ দশমিক ৬৫ শতাংশ এবং নারী মারা গেছেন ৬৩৩ জন, যা ২১ দশমিক ৩৫ শতাংশ। ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের বয়স বিভাজনে ২১-৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে একজন, ৪১-৫০ বছরের মধ্যে সাতজন, ৫১-৬০ বছরের মধ্যে সাতজন, ৬১-৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১-৮০ বছরের মধ্যে আটজন এবং ৮১-৯০ বছরের মধ্যে একজন। এ পর্যন্ত বয়স বিভাজনে মৃত্যু হয়েছে শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন, ১১-২০ বছরের মধ্যে ৩০, ২১-৩০ বছরের মধ্যে ৮৪, ৩১-৪০ বছরের মধ্যে ১৯৮, ৪১-৫০ বছরের মধ্যে ৪২২, ৫১-৬০ বছরের মধ্যে ৮৫৯ জন এবং ষাটোর্ধ্ব এক হাজার ৩৫৪ জন।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, খুলনায় দু’জন, ময়মনসিংহে একজন, রংপুরে তিনজন এবং বরিশাল বিভাগে দু’জন। বিভাগভিত্তিক এ পর্যন্ত মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৪৩২ জন, চট্টগ্রামে ৭২৬ জন, রাজশাহীতে ১৭৪ জন, খুলনায় ২০৮ জন, বরিশালে ১১২ জন, সিলেটে ১৪০ জন, রংপুরে ১১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬২ জন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৫৫০ জন, আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৭৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার সাতজন। ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন দুই হাজার ৪৫১ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫৮ হাজার ৩৯০ জন।