নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ৩:১৩। ১০ মে, ২০২৫।

দোলের দিন মেট্রো সূচিতে বদল!

মার্চ ১২, ২০২৫ ১২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : আগামী ১৪ মার্চ অর্থাৎ শুক্রবার রাজ্যে পালিত হবে দোলযাত্রা। সেই উপলক্ষে মেট্রো সূচিতে পরিবর্তন করা হচ্ছে। অন্য দিনের তুলনায় কম মেট্রো চলবে ওই দিন।

দোলের দিন সময়সূচিতে পরিবর্তন করল কলকাতা মেট্রোরেল। ওই দিন ব্লু লাইন (কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর), গ্রিন লাইন-১ (শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ) এবং গ্রিন লাইন-২ (হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড)-তে মেট্রো পরিষেবা মিলবে। যদিও অন্য দিন যে সময় মেট্রো পরিষেবা শুরু হয়, দোলের দিন দেরিতে শুরু হবে। বিবৃতি দিয়ে এমনই কথা জানাল মেট্রোরেল কর্তৃপক্ষ।

আগামী ১৪ মার্চ অর্থাৎ শুক্রবার রাজ্যে পালিত হবে দোলযাত্রা। সেই উপলক্ষে মেট্রো সূচিতে পরিবর্তন করা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই দিন কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখায় প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটে নাগাদ। দক্ষিণেশ্বর, নোয়াপাড়া এবং কবি সুভাষ স্টেশন থেকে শুক্রবার প্রথম মেট্রো পাওয়া যাবে ওই সময়ে। প্রথম মেট্রোর সময় বদলালেও শেষ মেট্রোর সময় বদলাচ্ছে না বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ। দোলের পরের দিন অর্থাৎ হোলির দিনের মেট্রো পরিষেবায় কোনও বদল হবে কি না, তা নিয়ে এখনও তাঁরা কিছু জানাননি। সূত্রের খবর, ওই দিন পরিষেবার সূচি বদলের সম্ভাবনা কম। দোলের দিন ব্লু লাইনে আপ, ডাউন মিলিয়ে মোট ৬০টি পরিষেবা পাওয়া যাবে।

দোলের দিন শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের মধ্যে মেট্রো চলাচলের সূচিতেও বদল করা হয়েছে। ওই দিন সেক্টর ফাইভ এবং শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ৩টেয়। অন্য দিকে, এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দানের মধ্যেও মেট্রো চলাচল শুরু হবে দুপুর থেকেই। গ্রিন লাইন-১ এবং গ্রিন লাইন-২-তে শেষ মেট্রো সূচিতেও পরিবর্তন করা হয়েছে। মেট্রোরেল জানিয়েছে, ওই দিন সেক্টর ফাইভ এবং শিয়ালদহ থেকে রাত ৮টায় শেষ মেট্রো ছাড়বে। এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান থেকেও শেষ মেট্রো ছাড়বে ওই সময়েই।

আগামী শুক্রবার শিয়ালদহ এবং সেক্টর ফাইভে মধ্যে আপ এবং ডাউন মিলিয়ে মোট ২২টি পরিষেবা চলবে। দুই পরিষেবার মধ্যে ব্যবধান আধঘণ্টার। এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দানের মধ্যেও পরিষেবা কমানো হয়েছে। গ্রিন লাইন-২-তে ওই দিন ৪২টি পরিষেবা পাওয়া যাবে। অরেঞ্জ লাইন (কবি সুভাষ এবং রুবি) এবং পার্পেল লাইনে (জোকা-বিবাদি বাগ) দোলের দিন কোনও মেট্রো চলবে না।-আনন্দ বাজার

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।