নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১০:২৩। ১৪ মে, ২০২৫।

দ্রুতই বোলিংয়ে ফেরার কথা বললেন তাসকিন

মে ৯, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ দল যখন ইংল্যান্ডের মাটিতে, তখন চোট থেকে ফেরার লড়াইয়ে ব্যস্ত তাসকিন আহমেদ। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে কুঁচকিতে চোট পান জাতীয় দলের এই ফাস্ট বোলার। এ কারণে আইরিশদের বিপক্ষে মিরপুর টেস্ট খেলা হয়নি তাঁর। বাংলাদেশ যখন চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে, এ সময়টা তিনি ব্যবহার করছেন পুনর্বাসনে।

আরও পড়ুনঃ  একই দিনে শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে

তাসকিন এখন বোলিংয়ে ফেরার অপেক্ষায় আছেন। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিম ও রানিং সেশন শেষে সাংবাদিকদের সে কথা জানিয়েছেন তাসকিন, ‘পুনর্বাসনপ্রক্রিয়াটা ভালোই চলছে। আগের থেকে অনেক উন্নতি হয়েছে। আশা করছি, এক-দেড় সপ্তাহের মধ্যে হালকা বোলিং শুরু করব।’

তাসকিনের চোখ এখন ঘরের মাঠে আফগানিস্তান সিরিজে। আগামী জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে রশিদ খানের দল। সব ঠিক থাকলে সেই সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরবেন তিনি, ‘যদি কোনো সমস্যা না হয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগেই সুস্থ হয়ে ওঠার কথা। সামনে অনেক বড় বড় খেলা আছে। নিজের ভেতরেও বড় বড় স্বপ্ন আছে। আশা করি, দলের জন্য ভালো কিছু করতে পারব।’

আরও পড়ুনঃ  ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জন স্কালোনির, প্রতিক্রিয়ায় যা বললেন

বছরটা যেহেতু বিশ্বকাপের, তাসকিনকে সুস্থ রাখার বিষয়টি মাথায় আছে বিসিবিরও। তাসকিনকে নিয়ে নানা পরিকল্পনাও নাকি তাদের। এ কারণেই ভেতর থেকে একধরনের দায়িত্ববোধ কাজ করছে তাসকিনের মধ্যে, ‘বিসিবির কোচ, ডাক্তার, নির্বাচক—সবাই এ ব্যাপার নিয়ে কনসার্ন। তারা অলরেডি প্ল্যান করে রেখেছে, আমাকে কখন কোন জায়গায় খেলাবে। এখন আমার দায়িত্ব নিজেকে রেডি রাখা। তারা যখন খেলাতে চায়, তখন যেন রেডি থাকি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।