সংবাদ বিজ্ঞপ্তি : ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ প্লাটফর্ম থেকে রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (০১ ডিসেম্বর) নগরীর জিরো পয়েন্টে সমাবেশে উপস্থিত ছিলেন ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গোলাম মোস্তফা, আল কাদেরি জয়, ফয়েজুল্লাহ, দিলরুবা নূরী, সীমা দত্ত প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেছেন জুলফিকার আহমেদ গোলাপ।
সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে শুরু করে সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশে লাগাতার ধর্ষণ-যৌন নিপীড়ন এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামী ফ্যাসিস্ট শাষনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ধর্ষক যৌন নিপীড়ক এরকম ঘৃন্যতম অপরাধের দুঃসাহস করছে। বিচারহীনতার সংস্কৃতি এবং আইনের সুশাসনের অনুপস্থিতির এই সময় পাহাড়-সমতলে নারী নিপীড়ন-ধর্ষণ ও তাদের মদদদাতাদের রাজনৈতিক ভাবে প্রতিহত করতে হবে।
সারাদেশ ব্যাপী বিভাগীয় সমাবেশের কর্মসূচি পরবর্তী তাঁরা লাগাতার ধর্ষণ বিরোধী সংগ্রামের ডাক দেন। সমাবেশ পরিচালনা করে জিন্নাত আরা ও রিদম শাহরিয়ার।