অনলাইন ডেস্ক : ভারত ২০১১ সালে কেবল বিশ্বকাপ জিতেছে। এরপর অস্ট্রেলিয়া সফরে গিয়ে টেস্টে ধবলধোলাই হয় তারা। বিশ্বকাপ জিতলেও ধোনিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব পেশ করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)একজন নির্বাচক। কিন্তু তখনকার বোর্ড প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন ক্ষমতার বলে রক্ষা করেছিলেন মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে শ্রীনিবাসন ঘটনার উল্লেখ করে বলেছেন, ‘সময়টা ২০১১ সাল। ভারত কেবল বিশ্বকাপ জিতেছে। কিন্তু অস্ট্রেলিয়া সফরে টেস্টে আমরা ভালো করতে পারিনি। একজন নির্বাচক ধোনিকে ওয়ানডে নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়ার প্রস্তাব তুললো। আমার প্রশ্ন ছিল, ওয়ানডে নেতৃত্ব থেকে তাকে সরানো হবে কোন যুক্তিতে?’
তখন বিসিসিআইয়ের একটি নিয়ম ছিল, যে কাউকে নিয়োগ দিতে গেলে বোর্ড প্রেসিডেন্টের থেকে অনুমোদন নিতে হবে। শ্রীনিবাসনের হাতে তাই ধোনির নেতৃত্ব বাঁচানোর সুযোগ ছিল। সাবেক বিসিসিআই কর্তা তাই ভেটো দিয়েছিলেন। এমনকি যে নির্বাচক ধোনিকে সরিয়ে দিতে চেয়েছিলেন তার হাতে তখন নেতৃত্বে আনার মতো কেউ ছিল না বলেও উল্লেখ করেন শ্রীনি।
তিনি বলেন, “দিনটা ছুটির দিন ছিল। আমি গলফ খেলছিলাম। ফিরে এলে বিসিসিআই সেক্রেটারি সঞ্জয় বলেন, ‘স্যার নির্বাচকরা ধোনিকে অধিনায়ক হিসেবে চায় না। তারা ধোনিকে দলে শুধু একজন ক্রিকেটার হিসেবে খেলাতে চায়। আমি শুধু জানিয়ে দেই যে, ধোনির হাতেই থাকবে নেতৃত্ব। বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে আমি আমার সমস্ত ক্ষমতা ব্যবহার করি তাকে নেতৃত্বে রাখার জন্য।’
ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় তার পুরো মনোযোগ এখন আইপিএলে। চেন্নাই সুপার কিংসের মালিক শ্রীনিবাস জানান, ধোনি যতদিন চায়, চেন্নাইয়ের হয়ে খেলে যেতে পারে। চেন্নাইয়ে ধোনির সাফল্য পাওয়ার কারণ হলো, সে কখনো ম্যাচ ছাড়া কোন কিছু নিয়ে চিন্তা করেনি। এখনও দল একইভাবে এগোবো।