স্টাফ রিপোর্টার : নওহাটা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র আব্দুল গফুর সরকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে নওহাটা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ স্মরণসভা ও দোয়া মাহফিলে অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা প্রফেসর লুতফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, রাজশাহী জেলা যুবলীগের সম্পাদকমণ্ডলীর সদস্য দিদার হোসেন ভুলু, জেলা যুবলীগ নেতা মোস্তাক আহমেদ, নওহাটা পৌর যুবলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক আজিজুল হক।
উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, মরহুম মেয়র আব্দুল গফুর সরকারের ছেলে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, নওহাটা পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান, নওহাটা পৌর ছাত্রলীগের সভাপতি তানভীর রহমান ও সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ রুমেল, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি আব্দুর রশিদসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য, মেয়র আব্দুল গফুর ২০১৫ সালের ৩ জানুয়ারি মৃত্যু বরণ করেন। মরহুম মেয়র আব্দুল গফুরের ছেলে ফয়সাল আহমেদ রুনু জানান, ২০১৫ সালের ৩ জানুয়ারি তাকে পরিকল্পিতভাবে রাজশাহী থেকে ঢাকায় ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২০১৫ সালের ২৩ জানুয়ারি নিহতের স্ত্রী ফজিলাতুননেসা পারুল বাদি হয়ে রাজশাহীর পবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ জান্নাতুল সালমা মীম নামের এক নারীসহ এমএন নুর রহমান রাসেলকে গ্রেফতার করে। এছাড়াও এ মামলায় হারুন অর রশিদ হারুন ও মানিক মিয়া নামের দুইজন অভিযুক্ত পলাতক রয়েছে। বর্তমানে মামলাটি রাজশাহী জেলা দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে।