স্টাফ রির্পোটার : নওহাটা পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ।
এই সময় উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার ১নং প্যানেল মেয়র আজিজুল হক, ২নং প্যানেল মেয়র দিদার হোসেন ভূলু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ পারভেজ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, ৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৪,৫,৬ নং ওয়ার্ড কাউন্সিলর রেশভানু বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ডের রাশেদা বেগম, নওহাটা পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক মো আব্দুল মান্নান।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় ২-০ গোলের ব্যবধানে ৩নং ওয়ার্ড চ্যাম্পিয়ন ও ৯নং ওয়ার্ড রানার্সআপ হয়েছে। টুর্নামেন্টে নওহাটা পৌরসভার ৯টি ওয়ার্ডের ও ১টি পৌরসভাসহ মোট ১০টি দল অংশগ্রহণ করে।