নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। ভোর ৫:৫০। ২৩ আগস্ট, ২০২৫।

নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়ি গ্রেফতার

আগস্ট ২২, ২০২৫ ৮:০৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে তাস ও নগদ অর্থসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) উপ-পুলিশ কমিশনার এডিসি (মিডিয়া) মো: গাজিউর রহমান, পিপিএম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে মাদক সম্রাজ্ঞী বুলবুলী গ্রেফতার

গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহী মহানগরীর কাটাখালী থানার বাসিন্দা আকতার হোসেন (৫৫), আলাউদ্দিন (৪৫), জয়নাল আবেদীন (৫৭), বাবুল আলী (৪০), সেলিম (৪৫) ও আনোয়ার হোসেন গুলি (৫৫)।

আরও পড়ুনঃ  আরও গতি বাড়াতে সমন্বয় টিমের মাধ্যমে কাজ করতে চাই : নতুন সচিব

সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানায়, কাটাখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নদিম উদ্দীন ও তার টিম রাতে টহল দায়িত্বে ছিলেন। এসময় তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, শ্যামপুর পশ্চিমপাড়ার একটি বাড়িতে কয়েকজন জুয়া খেলছে। সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এসময় জুয়ার সরঞ্জামসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও তাস জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেফতার ১৬ জন

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাটাখালী থানায় জুয়া আইনে মামলা দায়ের করে শুক্রবার (২২ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।