নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ৩:১৬। ২০ মে, ২০২৫।

নগরীতে অভিনব কায়দায় গাঁজা বহনকালে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মে ১৯, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড থেকে অভিনব কায়দায় ধানের বস্তায় গাঁজা পরিবহনকালে র‌্যাব-৫ মাদক ব্যবসায়ী মোঃ গোলাম সারোয়ার জাহান (২৫) কে হাতেনাতে গ্রেপ্তার করেছে।

এসময় তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা, ২০ কেজি ধান, একটি মোবাইল, একটি সিম ও একটি বস্তা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  বিয়ের দুই মাস না যেতেই নিজের ওড়নায় ঝুললেন কিশোরী নববধূ

র‌্যাব-৫, সিপিএসসি আভিযানিক দলের গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আসামী অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে যাত্রী সেজে একটি অ্যাম্বুলেন্সে বহন করছিল। র‌্যাব ওই এলাকার আশপাশে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৯তম বর্ষপূতি অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

গ্রেপ্তারকৃত আসামী পেশায় রাজ মিস্ত্রি এবং দীর্ঘদিন যাবত ঢাকার অজ্ঞাত স্থানে গাঁজা সংগ্রহ করে বাস ও ট্রেনের আড়ালে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল। ধানের ভিতরে প্লাস্টিকের বস্তায় গাঁজা লুকিয়ে নিয়ে যাওয়ার কৌশল অবলম্বন করছিল।

আরও পড়ুনঃ  ঈদেই মুক্তি পাচ্ছে ‘ধামাল ৪’, ফের উঠবে হাসির ঝড়

আসামীর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।