স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নগর গোয়ন্দো পুলশিরে অভযিানে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর দেবিসিংপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম বেনজীর আলম (৩৩)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উত্তর জনকপুর গ্রামে তার বাড়ি। বাবার নাম ইসলাম উদ্দীন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরএমপির গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালায়।
এ সময় ৪০০ পিস ইয়াবাসহ বেনজীর আলমকে গ্রেফতার করা হয়। এ নিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।