স্টাফ রির্পোটার : রাজশাহী নগরীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের একজন সক্রিয় সদস্য গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত সদস্য হলেন আবু রায়হান চৌকিদার (২২)।
শুক্রবার (০১ জানুয়ারি) রাতে র্যাব-৫ এর পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) পৌনে ১১টায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থেকে ‘আনসার-আল-ইসলাম’ এর সক্রিয় সদস্য গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার চারঘাট থানার মামলা নং-০১, ০১/০২/২০২০, ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৮/৯/১০/১২/১৩ এর পলাতক আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আনসার-আল-ইসলাম” এর সক্রিয় সদস্য আবু রায়হান চৌকিদার (২২), পিতা রুহুল আমিন, সাং-মাঝুখান, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর’কে ৩টি উগ্রবাদী বইসহ গ্রেফতার করা হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার
প্রধান কার্যালয় : বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী।
মেইল: newssomoyerkotha@gmail.com , editorsomoyerkotha@gmail.com মোবাইল : ০১৮১৭-১২২২৪৩