স্টাফ রির্পোটার : কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) নির্বাচনের দাবিতে রাজশাহীতে ধর্মঘট পালন করেছে ওষুধ ব্যবসায়ীরা। তারা ওষুধের দোকান বন্ধ রেখে এক ঘণ্টার ধর্মঘট পালন করেছে বিসিডিএস রাজশাহী জেলা শাখার সদস্যরা।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বেলা ১২টার থেকে দুপুর একটা পর্যন্ত নগরীর লক্ষ্মীপুর এলাকার ওষুদের দোকানপাট বন্ধ রাখা হয়। ওষুধের দোকান বন্ধ রাখায় দুর্ভোগে পড়েতে হয়েছে ক্রেতাদের।
ওষুধ ক্রেতা আবদুর রাজ্জাক জানান, ‘সাড়ে ১১ টার দিকে ওষুধ কিনে নিয়ে গেলেম। ১২টার দিকে এসে দেখি দোকান বন্ধ। আমার অপারেশনের রোগী। তার জরুরি ওষুধ লাগবে। প্রায় ৪৫ মিনিট থেকে দাঁড়িয়ে আছি। কি করবো বুঝতে পারছি না।’
সালমা বেগম নামের এক ওষুধ ক্রেতা জানান, ‘চিকিৎসক ওষুধ লেখেছে। কোথায় পাওয়া যায় না। তাই লক্ষ্মীপুরে এসেছি। এখানে ওষুধ পাওয়া যায়। কিন্তু এসে দেখছি, দোকান বন্ধ। এখানে মানুষকে জিজ্ঞাসা করলাম, তারা বলছে ১টার দিকে দোকান খুলবে। তাই দাঁড়িয়ে আছি।’
রাজশাহী শহর ক্ষুদ্র ওষুধ ব্যবসায়ী সমিতির শিমুল আহম্মেদ পলাশ জানান, বিসিডিএস ভবন নয় মাস থেকে বন্ধ অবস্থায় রয়েছে। এছাড়া প্রায় ১০ বছর ধরে বিসিডিএস এর রাজশাহী শাখার কোনো নির্বাচন হয়নি।
এর আগে ২০০৮ সালের নির্বাচনে জয় হয়েছিলো বুলু-হাকিম প্যানেল। সেই নির্বাচনই শেষ নির্বাচন এই সংগঠনের। দীর্ঘদিন নির্বাচন না হওয়ার ফলে সাংগঠনিক কার্যাক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
তিনি আরও জানান, গত বছর (২০১৯) বিসিডিএস রাজশাহী জেলা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সেই অনুযায়ী নির্বাচনের সকল কার্যক্রম সম্পন্ন করে বিসিডিএস’র কেন্দ্রীয় কমিটি। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়- কেন্দ্রীয় কমিটির সহসভাপতি দীন আলীকে। তিনি কোনো কারণ না দেখিয়ে নির্বাচনের ৭২ ঘণ্টা আগে পদত্যাগ করেন। পরে বিসিডিএস’র কেন্দ্রীয় কমিটি থেকে বিবৃতি দেয়, প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করায় নির্বাচন স্থগিত করা হলো। তারপর থেকে আর নির্বাচন হয়নি।
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সাবেক ভাইস প্রেসিডেন্ট হারুন অর রশিদ বলেন, সমিতির নামে পদ দখল করে আছেন ডা. ফয়সাল কবির চৌধুরী। অন্তত ১০ মাস ধরে তালা ঝুলছে সমিতির অফিসে। ফলে ফার্মাসিস্টদের প্রশিক্ষণও বন্ধ হয়ে গেছে। ফার্মাসিগুলোতে নতুন করে ফার্মাসিস্ট নিয়োগ দেয়া যাচ্ছে না। বিভিন্ন সময়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানা করছে। কিন্তু আমরা সমিতির কোনো সহযোগিতা পাচ্ছি না।