স্টাফ রির্পোটার : রাজশাহী মহানগরীতে চুরি হওয়া একটি ট্রাক ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) বিকেল পৌনে ৫টায় জেলার মোহনপুর থানার খয়রা মোড় হতে চোরাই ট্রাকটি উদ্ধার করে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।
শুক্রবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার মো. আব্দুল কুদ্দুসের ছেলে মো. আবুল কালামের একটি ট্রাক গত ৮ জুন রাত আড়াইটায় নগরীর শাহমখদুম থানার নওদাপাড়ার লালচাঁন মিস্ত্রির গ্যারেজ হতে চুরি হয়। আবুল কালামের অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানায় একটি নিয়মিত মামলা হয়। পরে শাহমখদুম থানা পুলিশের একটি টিম চোরাই ট্রাকটি উদ্ধার করে এবং চোরকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
28