স্টাফ রির্পোটার : বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, রাজশাহী বিভাগীয় শাখার উদ্যোগে পাঁচ গুণিকে সম্মাননা দেয়া হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ফান ভ্যালি মিলনায়তনে বিজয়ের মাস উদযাপনের অংশ হিসেবে গুণিদের সম্মাননা দেয়া হয়। শেষে ছিল মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন।
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক মো. হাসান আখতার। বিশেষ অতিথি ছিলেন, শিশু একাডেমি রাজশাহীর শিশু বিষয়ক কর্মকর্তা মো. মনজুর কাদের, রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. আসাদুজ্জামান সরকার ও দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক ও গীতিকার আকবারুল হাসান মিল্লাত। পরিষদের সভাপতি মধুসূদন মুখোপাধ্যায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সম্মাননা পেলেন, জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ২০১৯ বিজয়ী মো. আসাদুজ্জামান সরকার, বেতার ও টেলিভিশনের নজরুল সংগীত শিল্পী সেলিম রেজা, বেতার ও টেলিভিশনের যন্ত্রসংগীত শিল্পী (বাঁশি) অনিমেষ মুকুটমনি, শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০১৯ বিজয়ী মো. রেজাউল ইসলাম এবং বাংলাদেশ বেতার রাজশাহীর যন্ত্রসংগীত শিল্পী (তবলা) গৌরব পারিয়াল।
দ্বিতীয় পর্বের সংগীত পরিবেশনায় ছিলেন, প্রফেসর ড. কৃষ্ণপদ ম-ল (আমন্ত্রিত শিল্পী), সংগীত বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেলিম রেজা (নজরুল সংগীত), অনিমেষ মুকুটমনি (বাঁশি) এবং গৌরব পারিয়াল (তবলা লহড়া) এবং তবলা সহযোগিতায় ছিলেন, যতনকুমার পাল ও অমিতাভ চাটার্জী।