স্টাফ রির্পোটার : রাজশাহী মহানগরীতে ৫০ গ্রাম গাঁজা, ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে মোঃ শাহিন পারভেজ (৪০), শেখেরচক পাঁচানীমাঠ গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মোঃ নাদিম (৫০), টিকাপাড়া গ্রামের মৃত আবু সাঈদের ছেলে আরিফ শাহ (৫১) ও মৃত সাইদের ছেলে মোঃ রাশেদ (৪৩)।
ঘটনা সূত্রে জানা যায়, ২০ মার্চ রাতে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে বোয়ালিয়া মডের থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে টিকাপাড়া এলাকায় রাত পৌনে ১২ টায় অভিযান পরিচালনা করে ৫০ গ্রাম গাঁজা, ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।