স্টাফ রিপোর্টার : রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের অভিযান চালিয়ে ৫১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে । বুধবার সন্ধ্যায় নগরীর আমচত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় মহানগরীর ছোটবনগ্রাম এলাকার মোক্তার আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩০) কে গ্রেফতার করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, নগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল বুধবার সন্ধ্যায় নগরীর আমচত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় মিনি পিকআপ ট্রাকে করে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় রাজশাহীর আবদুর রাজ্জাককে আটক করা হয়। তার গাড়িতে আম গাছের চারার নিচে ৫১০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে।
123