সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগরীতে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে ‘সমতা-বৈসম্য হ্রাস করা, মানবাধিকারের অগ্রগতি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর রাজশাহী জেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর রাজশাহী জেলা শাখার সভাপতি প্রকৌশলী জিয়া উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানের সঞ্চালনায় এবং সার্বিক তত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাস আরিফ।
নগরীর লক্ষীপুর মোড় সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে থেকে শুক্রবার সকাল ১০টার সময় এই র্যালী শুরু হয়। সিএনবি’র মোড় প্রদক্ষিণ করে পুন:রায় বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এসে পথসভা করে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম আরিফ। এছাড়াও অন্যান্যদের মধ্যো বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান, সহ-সভাপতি এ্যাড. মাজেদুল আলম শিবলী, কামরুজ্জামান রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মিস মোহনা, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মাকসুদা আলম, অন্যতম সদস্য ড্যানিয়েল আহমেদ, নারী উদ্যোক্তা ফাতেমা আক্তার প্রমুখ।
পথসভায় বক্তারা প্রত্যেকেই বিশ্ব মানবাধিকার দিবসের সফলতা ও স্বার্থকতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, রাজশাহী জেলা কমিটির সহসভাপতি প্রকৌ. আশিকুর রাসেল পিয়াল, সাংগঠনিক সম্পাদক প্রকৌ. মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক রাকিব, প্রচার সম্পাদক এস এম মাহফুজুল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আকাশ আহমেদ সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকেী. খায়রুল আলম, সহ- প্রচার সম্পাদক হেদায়েতুল ইসলাম, সহ- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মন্ডল মো: আতিকুল হক, অন্যতম সদস্য আরিফুজ্জামান আরিফ, নির্বাহী সদস্য পলি, লিটন সরকার, এএনএম ইকবাল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন দীর্ঘ ২৫ বছর যাবৎ সমাজের নির্যাতিত ও নিপিড়িত মানুষকে আইনগত সহযোগীতা প্রদান এবং দরিদ্রদের বিভিন্ন ভাবে সহযোগীতা করে আসছে।