স্টাফ রির্পোটার : রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া মডেল থানার নাশকতা মামলার আসামী শিবিরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
রোববার দুপুর দেড়টার দিকে নগরীর হেতেমখাঁ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা রাজশাহী শহরে পড়াশোনা করেন এবং শিবিরের সক্রিয় কর্মী।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার তিনজন হলেন, শিহাব সুমন (১৯), ইউসুফ আলী (২০) ও আল মামুন (১৯)। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে।
ওসি জানান, গত বছরের একটি নাশকতার মামলার তিনজন পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।