স্টাফ রিপোর্টার : সারাদেশের ন্যায় নগরীর প্রতিটি ওয়ার্ডে ৩টি করে টিকাকেন্দ্রে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সাড়ে ১২টায় নগরীর বিভিন্ন টিকাকেন্দ্রের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, আরএমপি পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক ও জেলা প্রশাসক আব্দুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুহাম্মদ শরিফুল হক।
বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে ক্যাম্পেইনের মাধ্যমে রাজশাহীর ৮০ লাখ মানুষকে টিকা দেয়া হবে। প্রথম দিনে নগরীর প্রতিটি টিকা কেন্দ্রে শৃঙ্খলার সাথে টিকাদান কেন্দ্রগুলোতে টিকা নিচ্ছেন গ্রহীতারা।
তিনি আরো জানান, ক্যাম্পেইনে পূর্বে রেজিষ্ট্রেশনকৃত ২৫ বছর ও তদুর্ধ্ব জনগোষ্ঠীকে এসএমএস এর মাধ্যমে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। ক্যাম্পেইনে শুরুর প্রথম দুই ঘন্টা অগ্রাধিকারের ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব বয়স্ক জনগোষ্ঠী, নারী এবং শারীরিক প্রতিবন্ধীদের ভ্যাকসিন প্রদান করা হবে। সিটি করপোরেশন এলাকায় ৩০ ওয়ার্ডের ৯০টি বুথে টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে।
এছাড়াও তিনি আরো জানান, উপজেলাগুলোতে ইউনিয়নের যেকোন একটি ওয়াডের্র একটি কেন্দ্রে ৩টি বুথ ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একটি কেন্দ্রে একটি বুথ মাধ্যমে করোনা ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। টিকাদানে প্রতি বুথে একটি করে টিম কাজ করছে। প্রতি টিমে ২ জন টিকাদান কর্মী ও ৩ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত আছেন।
1