স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় বেশ কিছু মাদকসহ মোট ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। নগরীর ১২ থানা ও নগর ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করে পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানায় ১৭ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ৪ জন, বেলপুকুর থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে। যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১২ জন গ্রেফতার করা হয়েছে।
এদিকে,বোয়ালিয়া মডেল থানা পুলিশ মাইনুল ইসলাম (২৮)কে ৩০ গ্রাম হেরোইন সহ আটক করে, নয়ন ইসলাম (২২), সাখাওয়াত হোসেন (১৯), রিফাত আহম্মেদ (১৯)দেরকে ১১০ গ্রাম গাঁজা সহ আটক করে, জাবেদ (৪০)কে ১১০ গ্রাম গাঁজা সহ আটক করে, রবিন আলী (১৮)কে ৫০ গ্রাম গাঁজা সহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ রমজান শেখ (১৯)কে ৬.৫ গ্রাম হেরোইন সহ আটক করে। কাটাখালী থানা পুলিশ হাসিবুল হাসান (৩২)কে ৫ বোতল ফেন্সিডিল সহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ শুকুর আলী (৩৩)কে ৯ গ্রাম হেরোইন সহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোলেনুর @ গোলবান ু(৫০)কে ৫ গ্রাম হেরোইন সহ আটক করে। কর্ণহার থানা পুলিশ নাসির উদ্দিন বাপ্পি (১৯)কে ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। দামকুড়া থানা পুলিশ মানিক বিশ^াস (২৭)কে ১০ লিটার দেশীমদ সহ আটক করে ও ডিবি পুলিশ তামিম ইকবাল (২০)কে ১০০ গ্রাম হেরোইন সহ আটক করে, শহিদুল ইসলাম (৫০)কে ৯.৮ গ্রাম হেরোইন সহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।