স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নগর পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় বেশ কিছু মাদকসহ মোট ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। নগরীর ১২ থানা ও নগর ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করে পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানায় ৮ জন, রাজপাড়া থানা ৫ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ৬ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ৫ জন, দামকুড়া থানা ৪ ও ডিবি পুলিশ ১ জন জনকে আটক করে। যার মধ্যে ২৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে,বোয়ালিয়া মডেল থানা পুলিশ গোলাম আহম্মদ @ বাবু (৪১)কে ৬ গ্রাম হেরোইনসহ আটক করে, সাদেকুল ইসলাম @ শিশির (২৫)কে ৫ গ্রাম হেরোইনসহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ সোহেল (২৮)কে ১০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ আবুল বাসার সুমন (২৮)কে ৬ গ্রাম হেরোইনসহ আটক করে। ডিবি পুলিশ আলী হোসেন(৩৫)কে ৬ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
2