স্টার রির্পোটার : রাজশাহী মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৬৫ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। বুধবার ভোর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয় । , ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১১ জন,
বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ৬ জন, চন্দ্রিমা থানা ৬ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ৬ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ৪, দামকুড়া থানা ২ জন,এছাড়া নগর ডিবি পুলিশ ২১ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত , ১৫ জনকে মাদকদ্রব্য ও অন্যান্য অপরাধে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।