স্টাফ রিপোর্টার: বোয়ালিয়া মডেল থানা পুলিশের অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে । তার নাম মোতাকাব্বির হোসেন (২০)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ নজিটোলা এলাকায় তার বাড়ি। বাবার নাম আবদুল মান্নান হোসেন।
মঙ্গলবার রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনাল থেকে মোতাকাব্বির হোসেন (২০) কে আটক করে পুলিশ।
বুধবার মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বোয়ালিয়া মডেল থানার এসআই আঃ মতিন, এএসআই সেলিম শাহজাদা, এটিএসআই নাসির উদ্দিনসহ মহানগর এলাকায় ওয়ারেন্ট তামিল এবং মাদক বিরোধী অভিযান ডিউটি পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ০৭.২০ ঘটিকায় বোয়ালিয়া থানাধীন শিরোইল বাস টার্মিনাল মিন্টুর অস্থায়ী ফল দোকানের সামনে পাকা রাস্তার উপরে কুমিল্লা হতে জচ স্পেশাল বাস থেকে মোঃ মোতাকাব্বির হোসেন (২০) কে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
94