সংবাদ বিজ্ঞপ্তি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন কোভিড-১৯, করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন।
এ বিষয়ে মিলন বলেন, কয়েক দিন থেকে হালকা জ্বর ও শরীর ব্যাথা অনুভব করায় তিনি করোনার পরীক্ষা করান। বৃহস্পতিবার তার পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তিনি বাড়িতে আছেন এবং সেখান থেকেই চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি ভাল আছেন বলে জানান। দ্রুত যেন এই করোনা ভাইরাসকে জয় করে আবারও সবার মধ্যে এসে জনগণের সেবা করতে পারেন তার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন বিএনপি এই নেতা।