নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ১১:৩৩। ১৫ মে, ২০২৫।

নতুন বিজ্ঞাপনে নিপুণ

আগস্ট ৮, ২০২৩ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

অনলান ডেস্কঃ বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন চিত্রনায়িকা নিপুণ। পাশাপাশি নিজের ব্যবসাও সমানতালে চালাচ্ছেন। তাঁর অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ভাগ্য’। বছরের শুরুর দিকেই মুক্তি পেয়েছিল সিনেমাটি।

এরপর বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ‘সুজন মাঝি’র সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। সিনেমাটির শুটিং শেষের পথে।
এরই মধ্যে নতুন আরো একটি কাজের খবর দিলেন এই অভিনেত্রী। জানালেন, আকাশ আমিন পরিচালিত নতুন একটি বিজ্ঞাপনের শুটিং করে ফিরেছেন।

আরও পড়ুনঃ  কান উৎসবে যাওয়া হলো না উরফির, হলেন রিজেক্ট!

চায়ের এই বিজ্ঞাপনটির শুটিং ঢাকার অদূরে ধামরাইয়ের ফিল্ম ভ্যালিতে হয়েছে।
নিপুণ বলেন, ‘সমিতি ও সিনেমার শুটিংয়ের ব্যস্ততার কারণে নিজের ব্যবসায় তেমন মনোযোগ দিতে পারছিলাম না। এখন ব্যবসায় কিছুটা মনোযোগ দিচ্ছি। এরই মধ্যে নতুন বিজ্ঞাপনের প্রস্তাবটি আসে।

আরও পড়ুনঃ  ‘নিশ্চিত ছিলাম, এরা আমাকে ধর্ষণ করবে’

বিজ্ঞাপনটির কনসেপ্ট বেশ পছন্দ হয়। তাই সময় করে এর শিডিউল দিই। কয়েক দিন আগে ফিল্ম ভ্যালিতে এর শুটিং শেষ করি।’
২০১৩ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘পরিচয়’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে অভিষিক্ত হন তিনি। অভিনেত্রী নিপুণ আক্তারের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো– ‘এই তো ভালোবাসা’, ‘জান তুমি প্রাণ তুমি’, ‘অন্তর্ধান’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।