নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১০:৩৮। ২০ নভেম্বর, ২০২৫।

নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নভেম্বর ২০, ২০২৫ ৬:১৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী এসোসিয়েশনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে এসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা ফুল দিয়ে কমিশনারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় এসোসিয়েশনের নির্বাহী সদস্য মো. লিয়াকত আলী, আকবারুল হাসান মিল্লাত ও ড. গোলাম মাওলা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বিভাগীয় কমিশনার এসোসিয়েশনের ঐতিহ্য, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক ভূমিকা তুলে ধরে বলেন,“রাজশাহী এসোসিয়েশন ঐতিহ্যের ধারক—কিন্তু আমাদের লক্ষ্য শুধু অতীতের গৌরব নয়, রাজশাহীর উন্নয়নকে সামনে এগিয়ে নেওয়া। রাজশাহী এসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় ১৮৭২ সালের ২১ জুলাই অলকার মোড়ে।

প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন দিঘাপতিয়ার রাজা প্রমথনাথ রায়বাহাদুর এবং প্রথম সেক্রেটারি ছিলেন রাজকুমার সরকার ঐতিহাসিক স্যার যদুনাথ সরকারের বাবা। প্রতিষ্ঠানটি রাজশাহীর টাউন হল স্থাপন, বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠায় সহযোগিতা, বসন্তকুমার কৃষি ইনস্টিটিউট গঠন ও শহরের বিশুদ্ধ পানি সরবরাহে অগ্রণী ভূমিকা রেখেছে। সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রেও এটি ছিল এক সমৃদ্ধ কেন্দ্র। ১৮৯২ সালে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘শিক্ষার হেরফের’ প্রবন্ধ পাঠ করেন এবং ১৯২৮ সালে নজরুল ইসলাম বক্তৃতা প্রদান করেন।”

সৌজন্য সাক্ষাৎ শেষে এসোসিয়েশনের নেতৃবৃন্দ রাজশাহীর সার্বিক উন্নয়নে বিভাগীয় প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা বলেন,“নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মহোদয়কে আমরা অভ্যর্থনা জানিয়েছি এ প্রত্যাশা নিয়ে যে, রাজশাহীর শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য ও নগর উন্নয়ন কার্যক্রমে আমরা একসঙ্গে কাজ করতে পারব। এসোসিয়েশন সবসময় জনস্বার্থে প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করতে প্রস্তুত। নতুন কমিশনারের প্রশাসনিক অভিজ্ঞতা ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি রাজশাহীর উন্নয়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।”

জানা গেছে, গত মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ড. আ. ন. ম. বজলুর রশীদ রাজশাহী বিভাগের ১৪৩তম বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি এর আগে পানি সম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৮তম বিসিএস ব্যাচের এ কর্মকর্তা ২০১২ সালে রাজশাহী জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবেও দায়িত্ব পালন করেন। মাঠ প্রশাসন থেকে কেন্দ্রীয় নীতিনির্ধারণ-সবক্ষেত্রেই তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।