নাচোল প্রতিনিধি : নাচোলের নেজামপুর ইউপি এর ৯ নম্বর ওয়ার্ড সদস্য শপথ গ্রহণ করেছেন। শপথবাক্য পাঠ করান, নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় নাচোল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার নেজামপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য ইলিয়াস উদ্দিনকে এ শপথ বাক্য পাঠ করানো হয়। এ সময় উপজেলা নির্বাচন ও উপজেলা রিটানিং অফিসার আব্দুস সামাদ, দোগাছি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাউসার আলীসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউপি সদস্য আলমগীর হোসেন এর মৃত্যুজনিত কারণে ওই ওয়ার্ডে গত ২০ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হলে ইলিয়াস উদ্দিন ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়।
10