মজিদুল হক,নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেকরোনার মধ্যে পাঠদান চলছে নেজামপুর ইউপির হাটবাকইল গ্রীনভিউ আইডিয়াল স্কুলে।
শিক্ষা কর্মকর্তা কে ম্যানেজ করেই স্কুল চালাচ্ছে বলে গ্রীন ভিউ আইডিয়াল স্কুলের পরিচালকের মত। নাচোল উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আইন কে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে রমরমা ভাবে কোমলতি শিশুদের নিয়ে মাস্ক,সামাজিক দুরত্ব বজায় না রেখেই নিয়মিত ভাবে স্কুল চালিয়ে যাচ্ছে গ্রীন ভিউ আইডিয়াল স্কুলের পরিচালক আব্দুল হাই।
অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের দাবি নাচোল উপজেলায় যেহেতু সকল স্কুল,কলেজ বন্ধ রয়েছে সেহেতু গ্রীনভিউ আইডিয়াল স্কুল কোন ক্ষমতার বলে চালাচ্ছে?
গ্রীন ভিউ আইডিয়াল স্কুল করোনার মধ্যে ও চলছে এবং সে স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করে না!নেজামপুর ইউপির কিছু স্কুল প্রধানদের ও স্থানীয় লোকজনের এমন অভিযোগের ভিত্তিত্বে গত মঙ্গলবার সকালে স্থানীয় গণমাধ্যম কর্মীরা সরেজমিনে গ্রীন ভিউ আইডিয়াল স্কুলে গিয়ে দেখতে পায় জাতীয়য় পতাকা উত্তোলন না করেই প্রতিটি ক্লাসরুমে মাস্ক,সামাজিক দুরত্ব বজায় না রেখেই প্লে হতেে দশম শ্রেনী পর্যন্ত পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গ্রীন ভিউ আইডিয়াল স্কুলের পরিচালক সাংবাদিকদের প্রবেশ দেখে তড়িগড়ি করে প্রতিটি ক্লাসরুমের দরজা বন্ধ করে দেয়।
পরে গণমাধ্যম কর্মীরা গ্রীনভিউ আইডিয়াল স্কুলের পরিচালক আব্দুল হাই এর কাছে করোনার মধ্যে যেহেতু কোন প্রতিষ্ঠানে পাঠদান দেওয়া যাবে না সরকারি নিষেধাজ্ঞা রয়েছে সেহেতু আপনি কিভাবে স্কুল চালাচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান,আমরা ইউএনও, শিক্ষা অফিসার কে ম্যানেজ করে রীতিমত স্কুল চালাচ্ছি।
স্থানীয় গণমাধ্যম কর্মীরা স্কুল থেকেই স্কুল চালানোর বিষয়টি নাচোল উপজেলা নির্বাহী অফিসার কে অবহিত করলে তাৎক্ষনিক ভাবে সেই স্কুল বন্ধ করে ভ্রাম্যমান করার জন্য এসিল্যান্ড কে নির্দেশ দেন। পরে গ্রীনভিউ আইডিয়াল স্কুলের পরিচালক বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি করে স্কুল ছুটি দিয়ে স্কুল থেকে পালিয়ে যান।
এ বিষয়ে নাচোল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ.ফ.ম হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,করোনার কারনে যেহেতু সরকার দেশের সকল স্কুল,কলেজ বন্ধ রেখেছে সেহেতু আইন অমান্য করে গ্রীন ভিউ আইডিয়াল স্কুলে নিয়মিত পাঠদান চলছে। গ্রীন ভিউ আইডিয়াল স্কুলের বিরুদ্ধে মৌখিক ভাবে কয়েকজন প্রধান শিক্ষক অভিযোগ ও করেছেন। গ্রীনভিউ আইডিয়াল স্কুলে পাঠদান কার্যক্রম চললে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সে স্কুলটি বন্ধ করে দেওয়া হবে। কেউ আইনের উর্দ্ধে নয়।
স্থানীয় লোকজনের দাবি করোনার মধ্যে গ্রীন ভিউ আইডিয়াল স্কুলে কোমলমতি শিশুদের মাস্ক,সামাজিক দুরত্ব বজায় না রেখে পাঠদান কতটুকু নিরাপদ। অচিরেই স্কুলটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা উচিত।
10