নাটোর প্রতিনিধি : নাটোরে করোনার বিপদজনক সংক্রমণ বেড়েই চলেছে। গত শনিবার একদিনে ৩৯ জন করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পরে গত রোববার নতুন করে ২৮ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে নাটোরের জেলা প্রশাসক করোনা সংক্রমিত হয়েছেন।
জেলা প্রশাসক ডিসি সম্মেলন থেকে ফেরার পরেই তিনি করোনায় আক্রান্ত হন। বর্তমানে তিনি বাসাতেই থেকে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। তিনি সকলের কাছে দ্রæত আরোগ্য লাভের জন্য দোয়া কামনা করেছেন।
কিন্তু শহরে বা হাট বাজারে স্বাস্থ্য বিধি মানার কোন বালাই নেই। অধিকাংশ মানুষ মাস্ক ব্যবহার করছেন না। মানছেন না সামাজিক দুরত্ব। ফলে করোনা সংক্রমন বৃদ্ধি পাচ্ছে।
সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়,
এ পর্যন্ত নাটোরে মোট ৮৬৪০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৮৩০০ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ১৭৫ জন। নাটোর আধুনিক সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়াডে ২৮জন ভর্তি রয়েছেন।