নাটোর প্রতিনিধি : নানা কর্মসূচীর মধ্য দিয়ে নাটোরে পালিত হয়েছে ট্রাফিক পুলিশ পক্ষ। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের মাদ্রারাসার মোড় থেকে একটি র্যালি বেরা করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর থানার সামনে গিয়ে শেষ হয়। তার আগে বেলুন উড়িয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম বার।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের, এসপি হেডকোয়াটার মীর আসাদুজ্জামান, ট্রাফিক ইনস্পেক্টর বিকর্ণ কুমার চৌধুরী সহ বিভিন্ন কর্মকর্তা। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা রের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক হয়ে সদর থানার সামনে হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে মাদ্রারার মোড় এলাকায় বিভিন্ন যানবাহনে ট্রাফিক আইন বিষয়ে সচেতনামূলক লিফলেট বিতরণ করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
প্রধান সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার
প্রধান কার্যালয় : বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী।
মেইল: newssomoyerkotha@gmail.com , editorsomoyerkotha@gmail.com মোবাইল : ০১৮১৭-১২২২৪৩