নাটোর প্রতিনিধি : নাটোরে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে নাটোর শহরের নিচাবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা ও লিফলেট বিতরণ করেছে জেলা প্রশাসন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে শহরের ছায়াবানী মোড় ও নিচাবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন। এ সময় পরিবহন ও বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা না করে ৬ টি মামলায় ৮ জনকে ৪ হাজার ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন জানান, করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব ,স্বাস্থ্যবিধি মেনে চলা বিশেষ করে মাস্ক ব্যবহারের ওপর ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। বিশেষ করে সবাইকে মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে। তিনি বলেন, মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।
অন্যদিকে রোববার শহরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টে মাস্ক ব্যবহার না করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ এর ২৫(২) ধারায় ৫ টি মামলায় ৮ জনকে সর্বমোট ২৫০০ টাকা অর্থদণ্ড ১টি মামলায় ৬ জনের প্রত্যেককে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুমা খাতুন এই নির্দেশ দেন।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, এ অভিযান অব্যাহত থাকবে।
5