নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। দুপুর ১:৫২। ২৪ মে, ২০২৫।

নাতির সঙ্গে অভিমান করে দাদির আত্মহত্যা

মে ২৩, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় নাতির সঙ্গে অভিমান করে তানজিলা বেগম (৭০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৩ মে) সকালে উপজেলার চক জামিরা এলাকায় নিজ বাড়ির পাশে খড়ির ঘরে বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহ উদ্ধারের বিষয়টি সেদিন দুপুরে নিশ্চিত করেন রাজশাহী মহানগর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী। নিহত তানজিলা বেগম পুঠিয়ার চক জামিরা এলাকার বাসিন্দা আব্দুস সালামের স্ত্রী।

আরও পড়ুনঃ  প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমিরের

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ মে) দুপুরে তানজিলা বেগমের পরিবারের মধ্যে একটি বিরোধের সৃষ্টি হয়, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন তার নাতি। এ বিষয়টি নিয়ে অভিমান করে রাতের কোনো একসময় খড়ির ঘরে গিয়ে বাঁশের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

আরও পড়ুনঃ  করিডোর নিয়ে কারও সঙ্গে আলোচনা হয়নি, প্রয়োজনও নেই : নিরাপত্তা উপদেষ্টা

পরিবারের সদস্যরা জানান, রাতে সবাই খাবার খেয়ে নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। তবে সকালে ঘুম থেকে উঠে তানজিলা বেগমকে কোথাও খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। একপর্যায়ে বাড়ির পাশে খড়ির ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে বেলপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুনঃ  নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ বুধবার

ওসি সুমন কাদেরী বলেন, “মৃত তানজিলা বেগমের ছেলে রফিকুল ইসলাম থানায় এসে আমাদের বিষয়টি জানালে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে জেনেছি, পারিবারিক কলহ ও নাতির সঙ্গে অভিমানের জেরে তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ না করায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।