স্টাফ রর্পিোটার : বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা, অগ্র সেনানী, আজীবন সংগ্রামী নারী আন্দোলনের অগ্রদূত, যোগ্য ও দক্ষ, সকল প্রগতিশীল আন্দোলনের ব্যক্তিত্ব নারী নেত্রী আয়শা খানমের প্রয়ানে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সংগঠনের সকল জেলা ও সাংগঠনিক শাখাগুলো ভুবন মোহন পার্ক শহীদ মিনারে শুক্রবার বিকাল সাড়ে ৫ টা থেকে ৬ টা পর্যন্ত মোমবাতি প্রজ্জলন এবং ১ মিনিট নিরবতা পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেণী, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায় ও সাধারণ সম্পাদক অঞ্জনা সরকারসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।