নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। বিকাল ৪:৩৩। ১২ অক্টোবর, ২০২৫।

নিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

অক্টোবর ৭, ২০২৫ ৪:৩০
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে” প্রতিপাদ্যকে সমনে রেখে নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মুর্শিদা খাতুনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।

আরও পড়ুনঃ  ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত ১৫ কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মুর্শিদা খাতুন।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাদিকুর রহমান মন্ডল।

আরও পড়ুনঃ  একদিনের ব্যবধানে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস

আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বাবুল আক্তার, প্রবীন ব্যক্তিত্ব, গণমাধ্যম ব্যক্তিত্ব প্রমুখ।

আরও পড়ুনঃ  রাতে জিয়াউর রহমানের সমাধিতে জিয়ারতে গেলেন খালেদা জিয়া

আলোচনা সভায় তাদের বক্তব্যে বলেন, প্রবীনদের প্রতি যত্নশীল হতে হবে এবং সবসময় তাদের শারীরিক, মানসিকসহ সকল বিষয়ে খোঁজ খবর নেওয়া আমাদের দ্বায়িত্ব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।