নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে তরুণ কৃষকদের মাঝে ঋণ বিতরণ করেছে রূপালী ব্যাংক পিএলসি। রোববার (১৯ অক্টোবর) সকাল নয়টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে দেশ ব্যাপী তরুণ উদ্যােক্তাদেরকে এগিয়ে নিতে রূপালী ব্যাংক নিয়ামতপুর শাখা এ ঋণ বিতরণ করে।
ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। সভাপতিত্ব করেন রুপালী ব্যাংক পিএলসি রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির নওগাঁ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক ব্যবস্থাপক দেবব্রত সাহা।
এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আরিফ হোসেন, নিয়ামতপুর শাখা ব্যাবস্থাপক আল মামুন শেখ, নিয়ামতপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান শাজুসহ তরুণ গ্রাহক, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, রূপালী ব্যাংক পিএলসি সবসময় বিভিন্ন মেয়াদে জামানত ছাড়াই বিভিন্ন উদ্যােক্তাদের মাঝে ঋণ বিতরণ করে আসছে। খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে কৃষি খাতের ভূমিকা অপরিসীম। সেই ধারাবাহিকতায় এ অঞ্চলের কৃষকদের জন্যও ঋণ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।