নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। ভোর ৫:২৮। ২৭ জুলাই, ২০২৫।


Girl in a jacket

নিয়ামতপুরে ভূমি সেবা ও জটিলতা নিরসনে বিশেষ শুনানি অনুষ্ঠিত

জুলাই ২৪, ২০২৫ ৭:২০
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ভূমি উন্নয়ন কর প্রদান, হোল্ডিং খোলা, ভিপি লিজ ও ভূমি বিষয়ক জটিলতা নিরসনে বিশেষ শুনানি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

শুনানিতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, লক্ষীতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসেন।
বিশেষ শুনানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি সকল দপ্তর প্রধান, সুশীল সমাজের গণ্যমান্যব্যক্তিবর্গ, ইমাম, গণমাধ্যমকর্মী প্রমুখ।

এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানে স্থানীয় ভূমি মালিকদের উৎসাহ প্রদান করতে হবে। ভবিষ্যতে ভূমি বিষয়ক জটিলতা নিরসনে, খাজনা দেওয়া ও হোল্ডিং খোলার জন্য এই অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান বিশেষ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। সর্বস্তরের জনগণের কাঙ্খিত সেবা প্রাপ্তি নিশ্চিতে এমন বিশেষ গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  পাঁচ দিনব্যাপী শিশু নেতৃত্বে তথ্য বিশ্লেষণ ও প্রতিবেদন নির্মাণ কর্মশালা

এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল নিয়ামতপুর থানা পরিদর্শন করেন।

ভূমি সেবা- জটিলতা নিরসন নিয়ে শুনানি শেষে প্রধান অতিথি নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের সহযোগিতায় হুইল চেয়ার ও চার্জার ভ্যান, উপজেলা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় শুকনা খাদ্য, উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় কৃষি যন্ত্র বিতরণ ও একটি ফলজ বৃক্ষ রোপণ করেন ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।