নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। দুপুর ২:০১। ৬ আগস্ট, ২০২৫।

নিয়ামতপুরে শহীদ রায়হানের কবরে উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

আগস্ট ৫, ২০২৫ ৬:০৪
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ রায়হানের কবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন উপজেলার পানিশাইল এলাকায় শহীদ রায়হানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

আরও পড়ুনঃ  তানোরে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপি ও জামাতের পৃথক বিজয় মিছিল ও পথ সভা

পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, শহীদ রায়হানের বাবা মামুন সরদার প্রমূখ।

আরও পড়ুনঃ  সেই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি: আজমেরী হক বাঁধন

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ রায়হানের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রায়হান মাথায় গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরদিন ২১ জুলাই পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।