নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। দুপুর ১২:৩২। ২১ আগস্ট, ২০২৫।

নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ পেলেন রাজশাহীর ২০ নারী সাংবাদিক

আগস্ট ২০, ২০২৫ ১১:০২
Link Copied!

শিরিন সুলতানা কেয়া : ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ পেলেন রাজশাহীর ২০ জন নারী সাংবাদিক। সাংবাদিকতায় নিরাপত্তা নিশ্চিত ও তাদের দক্ষতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করেছিল নিউজ নেটওয়ার্ক। ইউনেস্কো-আইপিডিসির সহায়তায় গেল সোমবার থেকে কর্মশালা শুরু হয়েছে।
প্রশিক্ষণে সাংবাদিকতার নীতিশাস্ত্র, মানসম্মত প্রতিবেদন তৈরি, নারী সাংবাদিকদের শারীরিক নিরাপত্তা, ঝুঁকি মূল্যায়ন, ঝুঁঁকি ব্যবস্থাপনা; ভুল তথ্য, অপপ্রচার, গুজব, গণমাধ্যম আইননীতিমালা, লিঙ্গ সমতা, লিঙ্গ সংবেদনশীলতা, ঘৃণামূলক বক্তব্য পরিহার, ডিজিটাল নিরাপত্তা সমস্যা, যোগাযোগ ডিভাইসের নিরাপত্তা বোঝা, অনলাইন ও অফলাইন হুমকির বিষয়ে সেশান ছিল।
এছাড়া ডিজিটাল মাধ্যমের পাসওয়ার্ড, টু ফ্যাক্টর, ফ্যাক্ট চেকিং, সোসাল মিডিয়ার ভালো ও ক্ষতিকর দিক, এআইয়ের গুরুত্ব ও ক্ষতিকর দিক, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা এবং নেটওয়ার্কিংসহ সোর্সের গুরুত্বের বিষয়ে বিশদ আলোচনা হয়।
তিন দিনের কর্মশালার শেষ দিন বুধবার বিকেলে রাজশাহী নগরের কাজীহাটায় এনজিও ফোরামের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে অংশগ্রহণকারীদের দক্ষতা জ্ঞানের মূল্যায়ন করা হয়। পরে সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
এ সময় নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শহীদুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. সাজ্জাদ বকুল, নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম বিশেষজ্ঞ রেজাউল করিম, রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ, প্রশিক্ষণ সমন্বয়কারী জিয়াউর রহমান, প্রশিক্ষক রায়হান মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।