নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সকাল ১১:০০। ১৩ জুলাই, ২০২৫।

নির্বাচনের কারণে পেছাতে পারে বিপিএল, নতুন আরেকটি ভেন্যু যুক্ত হচ্ছে

জুলাই ১০, ২০২৫ ১০:৪৪
Link Copied!

অনলাইন ডেস্ক : মাঠের ক্রিকেটে পারফরম্যান্স তলানিতে বাংলাদেশের। এরই মধ্যে নতুন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘরোয়া ক্রিকেটকে এগিয়ে নেওয়ার কাজ জোরেশোরে চালাচ্ছেন। আজ বৃহস্পতিবার লম্বা বৈঠক সেরেছেন বিসিবির পরিচালকরা। পরে গণমাধ্যমের মুখোমুখি হন বিপিএল গর্ভনিং কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম।

আগামী বিপিএলে ঢাকা, চিটাগং এবং সিলেটের সঙ্গে নতুন আরেকটি ভেন্যু যুক্ত হওয়ার আভাস পাওয়া গেছে। সেক্ষেত্রে কোন মাঠ যুক্ত হবে সেটা এখনো পরিস্কার নয়। তবে বিসিবি পরিচালক মাহবুব আনাম জানালেন কয়েকটি মাঠের কথা। বিপিএল শুরুর আগে যে মাঠ এগিয়ে থাকবে সেখানেই হবে ম্যাচ।

আরও পড়ুনঃ  ন্যায়, ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের ইসলামী আন্দোলন চলবে: অধ্যাপক রফিকুল ইসলাম

মাহবুব আনাম বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে বিপিএলে অন্তত একটি ভেন্যু বাড়ানোর। বগুড়া ও খুলনায় বিপিএলের ভেন্যুর অডিট করার জন্য পাঠিয়েছি গ্রাউন্ডস এবং ফ্যাসিলিটিজ থেকে। বরিশালের উইকেট প্রস্তুত আউটফিল্ডেরও কিছু কাজ চলছে। তাহলে বরিশালও ভেন্যু হওয়ার যোগ্যতা অর্জন করবে। রাজশাহীর ব্যাপারে এনএসসি কাজ করছে, আমরাও তাদের সাথে যোগ হয়েছি। এই চারটা ভেন্যুর মধ্যে যেটা সেরা হবে সেটাকে আগামী বিপিএলে যোগ করব।’

আরও পড়ুনঃ  বাগমারায় ড. মুহাম্মদ আবদুল মুমীত এঁর "ঘটনাবহুল ৩৬ জুলাই" গ্রন্থের মোড়ক উন্মোচন

আগামী জাতীয় নির্বাচনের জন্য বিপিএল পিছিয়ে যেতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। এ নিয়ে মাহবুব আনাম বলেন, ‘সরকারের তরফ থেকে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে। নির্বাচন হয়তো ঈদের আগেও হতে পারে এমন আলাপ শুনেছি। যত ডিসেম্বরের কাছাকাছি আসবো বিপিএল শুরুর ডেট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবো। যদি ডিসেম্বর বা জানুয়ারিতে করতে না পারি আর একটা সময় থাকতে পারে সেই স্লটে (বিপিএল) হতে পারে। মে মাসেও আমরা খালি আছি, ডিসেম্বরে করলেও কয়েকটি লিগের সাথে সাংঘর্ষিক হয়। মে মাসে করলে আইপিএলের সাথে এটা আমরা জানি। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাব।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।