নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ৩:০৪। ৩০ সেপ্টেম্বর, ২০২৫।

নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান

সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৯:৪০
Link Copied!

অনলাইন ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় নুরকে ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

আরও পড়ুনঃ  ‘আমাকে তারা নেয়নি’

তিনি জানান, সিঙ্গাপুরে চিকিৎসাধীন নুরের সঙ্গে ফোনে কথা বলে তারেক রহমান তার চিকিৎসা ও বর্তমান অবস্থার খোঁজ নেন এবং পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

আরও পড়ুনঃ  যখন আশা হারিয়ে ফেলি, তখনই সব নতুন করে শুরু হলো : শবনম ফারিয়া

গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে নুরুল হক নুর, রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।

আরও পড়ুনঃ  তারেক রহমানের ৩১ দফা নিয়ে মানুষের দ্বারে দ্বারে আলহাজ্ব মো: আমিনুল ইসলাম

নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৮ দিন চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরেন। এরপর শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার জন্য গত ২২ সেপ্টেম্বর তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।