নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সন্ধ্যা ৬:২৩। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে স্লোভেনিয়া

সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৯:৩২
Link Copied!

অনলাইন ডেস্ক : দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে স্লোভেনিয়া। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সরকার।

এরআগে গত জুলাইয়ে উগ্রপন্থি দুই ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোরিচ এবং ইতামার বেন গিভিরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল স্লোভেনিয়া।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ স্লোভেনিয়া গত বছর ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল। এরআগে আগস্টে দখলদার ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি। সঙ্গে ফিলিস্তিনিনের পশ্চিমতীরে ইসরায়েলের অবৈধ বসতিতে উৎপাদিত পণ্যও নিজ দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল স্লোভেনিয়া।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

যুদ্ধাপরাধের অভিযোগে গত বছর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

বিশ্বের যেসব দেশ এই আদালতের সদস্য সেসব দেশগুলো নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে বাধ্য। ফলে বিশ্বের অনেক দেশে নেতানিয়াহু আর যেতে পারছেন না।

আরও পড়ুনঃ  ছেলের ছবি প্রকাশ্যে আনলেন পরমব্রত-পিয়া

এরমধ্যে আজ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন নেতানিয়াহু। তিনি আইসিসির সদস্য দেশ ফ্রান্সের আকাশসীমা দিয়ে না গিয়ে ঘুরে গেছেন। যদিও ইতালি ও গ্রিসও এ আদালতের সদস্য। কিন্তু দেশ দুটি নেতানিয়াহুর বিমানকে নামায়নি।

নেতানিয়াহু ছাড়া ইসরায়েলি সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্টের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। তবে তাদের কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি। উল্টো নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করায় আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন পুরো আইসিসির ওপরই নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

আরও পড়ুনঃ  তৃতীয় বাংলাদেশি হিসেবে তাসকিনের ‘সেঞ্চুরি’

সূত্র: টাইমস অব ইসরায়েল

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।