স্টাফ রিপোর্টার: ২৪ জুলাই অপরাহ্ণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সার্জেন্ট হতে পুলিশ পরিদর্শক (শহর ও যান) পদে পদোন্নতিপ্রাপ্ত মো: তৌহিদুল ইসলাম ও উপ-পরিদর্শক ( সশস্ত্র) হতে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত মো: আবুল কালাম আজাদ দ্বয়কে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এ সময় পুলিশ কমিশনার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদ্বয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি একজন পুলিশ পরিদর্শকের করণীয় ও বর্জনীয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত। মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর)সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।