নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৯:১৮। ১০ নভেম্বর, ২০২৫।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরালেন পুলিশ কমিশনার

নভেম্বর ১০, ২০২৫ ৫:১৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : সোমবার (১০ নভেম্বর) অপরাহ্নে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পুলিশ পরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

পুলিশ সার্জেন্ট থেকে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন মো: রাসেলুর রহমান ও সনেট; এসআই (নিরস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা হলেন মো: আব্দুল করিম তালুকদার; এসআই (সশস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন মো: রফিকুল ইসলাম, মো: শওকত হোসেন এবং মো: আবুল কালাম আজাদ।

পুলিশ কমিশনার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ কর্মজীবনে উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম সহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।