স্টাফ রিপোর্টার : পদ্মা নদী ও বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির সংকট ও পরিবেশগত সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা শাখা। শুক্রবার সকালে রাজশাহী আধুনিক পাঠাগারে অনুষ্ঠিত সংগঠনটির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, পদ্মা নদীর পানি শুকিয়ে যাওয়া এবং বরেন্দ্র এলাকায় অতিরিক্ত নলকূপ ব্যবহার ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নামিয়ে আনছে। এর ফলে কৃষি উৎপাদন, পরিবেশ ও মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। এ অবস্থায় সমস্যার গুরুত্ব তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারকদের কাছে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেয় বাপা। এছাড়াও সম্প্রতি বেশ কিছু গাছ খেকো, সিটি কর্পোরেশন এলকায় পুরতন পুকুর ও পুস্কুনি দখন করে আবাসন ভবন তৈরি করছে ও পরিবেশ ধ্বংস করছে এরও প্রতিকার চাওয়া হবে।
সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে, নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি অ্যাড-হক কমিটি গঠন। সেমিনার ও কাউন্সিল আয়োজন করে পরিবেশ উপদেষ্টাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চ্যারিটেবল কার্যক্রম হাতে নেওয়া। পানীয় জলের সংকট ও পরিবেশ সচেতনতা বিষয়ক সেমিনার আয়োজন এবং স্ব-প্রণোদিতভাবে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা।
সভায় সভাপতিত্ব করেন বাপা রাজশাহী জেলা শাখার সভাপতি মো: জামাত খান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাপার সদস্য মো: আফজাল হোসান, জেলা কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান ড. মো: হেমায়েতুল ইসলাম আরিফ, প্রকৌশলী জিয়া উদ্দিন আহমেদ, এনামুল হক, এনটিভি ব্যুরো প্রধান এস এম সাজু, সাবেক সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মাহমুদ হাসান, গোলাম নবী রনি, সেলিনা বেগম, শম্রাট রায়হান, সুভাষ হেমব্রম, জাহিদ হাসান, আঞ্জুমান আরা পারভিন লিপি, অ্যাডভোকেট সফিকুল ইসলাম, মুসফিকুর রহমান বাবু প্রমুখ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, পানিসঙ্কট এখন শুধু পরিবেশের নয়, মানুষের জীবন ও ভবিষ্যৎ টিকিয়ে রাখার লড়াই। তাই সরকার ও জনগণকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।